পিরোজপুর প্রতিনিধি: নাজিরপুরে মাছের ঘের থেকে বিরি ধানের জমিতে পাম্প দিয়ে পানি নেয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত শাহাদাত শেখ(৬০) ২৪ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস’ায় মারা গেছেন।
গত ১৬ ফেব্রুয়ারী সকালে বরইবুনিয়া গ্রামের শাহাদাত শেখের মাছের ঘের থেকে পাম্প চালিয়ে বিরি ধান ক্ষেতে পানি নিতে থাকেন একই গ্রামের আঃ রহমান শেখ। এসময় শাহাদাত এসে পানি নিতে বাধা দিলে আঃ রহমান গং তাকে ঘিরে ধরে দা দিয়ে কুপিয়ে আহত করে। তাকে প্রথমে নাজিরপুর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।অবস’ার আরও অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস’ায় তিনি ২৪ ফেব্রুয়ারী মারা যান। এলাকাবাসী জানান আঃ রহমান ও তার ক্যাডাররা ইতিপূর্বে একই গ্রামের ছরোয়ার শেখকে পিটিয়ে হত্যা করেছিল।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …