8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর পত্নীতলায় গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন, স্বামী ও শ্বাশুড়ী গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন, স্বামী ও শ্বাশুড়ী গ্রেফতার

এনবিএন ডেক্স- নওগাঁয় পত্নীতলায় পাষন্ড স্বামী ও শ্বাশুড়ী এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। মারাত্মক দগ্ধ অবস’ায় ঐ গৃহবধূ এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পুলিশ অভিযুক্ত স্বামী ও শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে। পত্নীতলা থানার এসআই এবাদ আলী জানান, উপজেলার চকশ্রীপুর গ্রামের সোহাগ আলীর স্ত্রী ছালমা বেগম (২০) প্রাথমিক শিক্ষক পদে পরীক্ষা দিতে না যাওয়ায় শুক্রবার সন্ধ্যায় তার স্বামী ও শ্বাশুড়ী আনোয়ারা বেগম (৫০) তাকে বেদম মারপিট করে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ছালমার সারা শরীর ঝলসে যায়। প্রতিবেসীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। সেখানে তার অবস’ার অবনতি ঘটলে শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স’ানান-র করা হয়। এব্যাপারে ছালমার মা রেখা বিবি বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ছালমার স্বামী ও শ্বাশুড়ীকে গ্রেফতার করে শনিবার বিকেলে নওগাঁ কোর্টে চালান দেয়। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …