19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / ৫০ হাজার গ্রাহকের জন্য মাত্র ১টি ব্যাংক! পীরগঞ্জের ব্যাংক গ্রাহকরা চরম দূর্ভোগে!

৫০ হাজার গ্রাহকের জন্য মাত্র ১টি ব্যাংক! পীরগঞ্জের ব্যাংক গ্রাহকরা চরম দূর্ভোগে!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের এক মাত্র ব্যাংক সোনালী ব্যাংক লিঃ এর মোট গ্রাহক সংখ্যা প্রায় ৫০ হাজার। লেনদেন নিয়ে এই বিপুল সংখ্যক গ্রাহক প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাংকে একাউন্ট হোল্ডাররা তাদের গচ্ছিত টাকা তুলতে এসে প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাদের খেয়াল খুশীমতো ব্যাংকে আসেন বলে এখানে সেবার মান সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে অনেক গ্রাহকের অভিযোগ থেকে জানা গেছে। বেশীরভাগ কর্মকর্তা-কর্মচারী স’ানীয় হওয়ায় ব্যাংকের গ্রাহকরা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক গ্রাহক মনে করেন। এছাড়াও এখানে ১টি কৃষি ব্যাংক থাকলেও সেখানে তেমন বাণিজ্যিক লেনদেন হয়না বললেই চলে। চাকুরীজীবি, ব্যবসায়ী, এনজিও কর্মী, উপকারভোগী ও সাধারণ মানুষ তাদের গচ্ছিত টাকা ব্যাংকে তুলতে এসে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। বিশেষ করে ঈদের সময় গ্রাহকদের ভোগানি- আরো বেড়ে যায়। অনেক রাত পর্যন- অপেক্ষা করেও বেতনের টাকা তুলতে না পেরে অনেকে তাদের চেক বন্ধক রেখে ঈদ উদযাপন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, উপজেলা সদরে অবসি’ত সোনালী ব্যাংক লিঃ এ সঞ্চয়ী হিসাবের -২০ হাজার, চলতি হিসাবের ২ হাজার, বিভিন্ন মেয়াদের ডিপিএস (এমডিএস, আরডিএস, এসএসডিএস, এমইএস, এফডিআর, এসটিডি) এর প্রায় ১২ হাজার, বে-সরকারী স্কুল-কলেজ-মাদরাসা, সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ হাজার, এবং বিভিন্ন এনজিও‘র প্রায় ৯ হাজার গ্রাহক রয়েছে। বয়স্ক, বিধবা , প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও অবসর ভাতার ৪ হাজার এবং কৃষি ভর্তুকি, কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকদের পারিশ্রমিক, বিভিন্ন এনজিও‘র প্রায় ৯ হাজার গ্রাহক ওই ব্যাংকে লেনদেন করে থাকে। সব মিলিয়ে পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় প্রায় অর্ধ লক্ষ গ্রাহক রয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনে এমপি হওয়ায় দেশের অনেক শিল্প উদ্যোক্তা, এনজিও ইতিমধ্যেই উন্নয়নমুলক কর্মকান্ড চালাতে পীরগঞ্জে এসেছে। ফলে ব্যাংকের এ শাখার উপর আরো চাপ বেড়ে গেছে। ফলে দিন দিন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই ব্যাংক কর্তৃপক্ষও সেবা দিতে হিমশিম খাচ্ছে।এসব কারণে বিভিন্ন মহল থেকে আরো ২/৩টি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার জন্য দাবী করা হচ্ছে। ফলে । এ ব্যাপারে পীরগঞ্জ কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক- অধ্যক্ষ রাশেদুন্নবী চৌধুরী লাবু জানান, উপজেলা সদরে ১ টি মাত্র বাণিজ্যিক ব্যাংক থাকায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে গ্রাহকরা প্রকৃত সেবা পাচ্ছেন না। এখানে অবিলম্বে একটি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করা দরকার। ব্যবসায়ী ফোরামের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু জানান, আমরা দীর্ঘদিন ধরে ব্যাংক প্রতিষ্ঠার দাবী জানাচ্ছি। কিন’ কাজ হচ্ছে না। অপরদিকে বাশিস সভাপতি মিজানুর রহমান রাজু জানান, পীরগঞ্জে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা উত্তোলনে সব সময়ই ভোগানি-র শিকার হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হিসেবে জনগণের আকাঙ্খা পুরণে এ উপজেলায় আরো ২/৩টি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা প্রয়োজন। এ ব্যাপারে স’ানীয় সোনালী ব্যাংংকের একটি সুত্র নাম না প্রকাশের শর্তে জানায়, গ্রাহকের তুলনায় জনবল কম হওয়ায় আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি। আরও ব্যাংক প্রতিষ্ঠা করা হলে গ্রাহকরা উন্নত সেবা পাবে বলে সুত্রটি দাবী করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …