সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণ চড়া ব্রীজের নিচ থেকে রোববার সকালে এক কম্পিউটার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাড়াশ উপজেলার ঘরগ্রামের মনো দাসের পুত্র সাগর (২৪)গত শনিবার মান্নান নগর বাজারে কম্পিউটার ও সিডির দোকান সন্ধ্যায় বন্ধ করে কোথায় যায় তা কেউ বলতে পারেনি। রাতে বাড়ি না ফিরে আসলে তার পরিবার থেকে খোজাখুজি শুরু করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণ চড়া ব্রীজের নীচে লাশ পরে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। তার আত্মীয় স্বজনরা ঘটনাস’লে পৌচ্ছে সাগরের লাশ সনাক্ত করে। তার মুখে এবং গলায় আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ব্রীজের নীচে ফেলে রেখে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসি জানায় সাগর প্রতিদিন ভোরে মহিষলুটি মাছের আড়ৎ থেকে বিভিন্ন স’ান থেকে আসা মাছ ব্যবসায়ীদের মাছ কিনে দিত। তবে তার সাথে কারো বিরোধ ছিলনা বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …