22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / চলো চলো ঢাকা চল জিয়ানগরে বিএনপির শোডাউন ও পথসভা

চলো চলো ঢাকা চল জিয়ানগরে বিএনপির শোডাউন ও পথসভা

পিরোজপুর প্রতিনিধি: কেন্দ্রিয় কর্মসূচি অংশ হিসাবে আগামী ১২ই মার্চ “ঢাকা চলো” বিএনপির মহা সমাবেশ সফল করার জন্য জিয়ানগরে বিএনপির উদ্দেগে শোডাউন ও পৃথক পৃথক পথ সভা অনুষ্টিত হয়েছে। রোববার সকাল ৯টায় জিয়ানগর ফেরিঘাট থেকে শুরু করে জেলা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও কর্মিরা শতাধিক মটোর সাইকেল শোভা যাত্রা সহ ১১ কিঃ মিঃ দূরে জোমাদ্দারহাট পৌছে। পরে ইউনিয়ন বিএনপির আয়োজনে জোমাদ্দার হাট, চন্ডিপুর বাজার, বালিপাড়া বাসস্টান্ড, ঘোষের হাট বাজার, পত্তাশী বাজার সহ ৬ স’ানে পৃথক পথ সভা করেন। পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক এম,পি ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম খান, আঃ ছালাম বাতেন, বিএনপি নেতা শেখ সহিদুল্লাহ, মনিরুজ্জামান, আঃ লতিফ হাওলাদার, ফায়জুল কবির তালুকদার, ফরিদ হোসেন, আলমগীর কবির মান্নু, হাসানুল কবির লিন, ফখরুল ইসলাম, কাইউম জোমাদ্দার, আতিকুর রহমান সহ যুবদল, শ্রমিকদল,সেচ্ছাসেবক দল, ছাত্র দল নেতাকর্মিরা বক্তাব্য দেন। বিএনপির নেতাকর্মির শোডাউনে সময় জিয়ানগর বালিপাড়া সড়কের দুপাশে নেতাকর্মি ও জনতা হাত নেরে তাদেরকে অভিনন্দন জানান। পথসভায় নেতৃবৃন্দ বলেন আগামী ১২ই মার্চে বিএনপির ঢাকা মহাসমাবেশে নির্দলীয় তত্তাবধায়ক সকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি সরকারকে মানতে বাধ্য করা হবে। এ ছাড়া তারা বলেন শানি-পূর্ন কর্মসূচিতে বাধা দিলে সরকারকে এর দায় দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …