19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল শনিবার দুপুরে গলায় ফাঁস দেয়া এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মহাদেবপুর থানার এসআই মোকছেদুল ও স্থানিয় ইউপি সদস্য তায়েজ উদ্দীন জানান, নওগাঁর পত্নীতলা উপজেলার বেংডম গ্রামের আজম উদ্দীনের ছেলে ফারহান হোসেন মিলন(১৭)তার নানার বাড়ি উপজেলার চেরাগপুর ইউপির ফুলবাড়ি গ্রামের জৈনক লবির উদ্দীনের বাড়িতে থেকে পার্শ্ববর্তী চৌমাশিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে লেখাপড়া করত। ঘঁটনার দিন গতকাল শনিবার সকালে বাড়ির লোকজনের অজানে- ফারহান হোসেন মিলন তার মামার শয়ন ঘড়ের ভেতর প্রবেশ করে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করে। তার আত্নহত্যার কারন জানাযায়নি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …