22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / পীরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন!

পীরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পুকুরে বিষ দিয়ে অর্ধ লক্ষাধিক টাকা মুল্যের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ছাতুয়া ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া ভগবানপুর গ্রামের মৃত্যু ইয়াছিন আলীর পুত্র আব্দুস ছাত্তার মিয়ার কাছে একই গ্রামের আইয়ুব আলীর পুত্র তোফাজ্জল হোসেন ও তার সত্রী প্রায় দু’যুগ আগে ৫০ শতাংশ জমি বিক্রি করেন । কিন’ দলিল করে না দিয়ে ছাত্তার মিয়াকে নানা ভাবে হয়রানী করছেন। এ নিয়ে বেশ ক’টি শালিশও হয়েছে। শালিস ও গ্রামের লোক জনের কথা উপেক্ষা করে তোফাজ্জল ও তার সন-ানরা ছাত্তার সহ পরিবারের লোকজনদের নানা ভাবে হুমকি ধামকী দিচেছ। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে শাহীন, রতন ও নওশা নামে ৩ যুবক ছাত্তারের পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ লক্ষাধিক টাকা মুল্যে মানের মাছ নিধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …