পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পুকুরে বিষ দিয়ে অর্ধ লক্ষাধিক টাকা মুল্যের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ছাতুয়া ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া ভগবানপুর গ্রামের মৃত্যু ইয়াছিন আলীর পুত্র আব্দুস ছাত্তার মিয়ার কাছে একই গ্রামের আইয়ুব আলীর পুত্র তোফাজ্জল হোসেন ও তার সত্রী প্রায় দু’যুগ আগে ৫০ শতাংশ জমি বিক্রি করেন । কিন’ দলিল করে না দিয়ে ছাত্তার মিয়াকে নানা ভাবে হয়রানী করছেন। এ নিয়ে বেশ ক’টি শালিশও হয়েছে। শালিস ও গ্রামের লোক জনের কথা উপেক্ষা করে তোফাজ্জল ও তার সন-ানরা ছাত্তার সহ পরিবারের লোকজনদের নানা ভাবে হুমকি ধামকী দিচেছ। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে শাহীন, রতন ও নওশা নামে ৩ যুবক ছাত্তারের পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ লক্ষাধিক টাকা মুল্যে মানের মাছ নিধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …