22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জ আইনজীবীর বাসায় দূর্ধর্ষ চুরি,নগদ টাকা,মালামাল সহ প্রায় পৌনে ৫লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ আইনজীবীর বাসায় দূর্ধর্ষ চুরি,নগদ টাকা,মালামাল সহ প্রায় পৌনে ৫লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার আইনজীবী আব্দুল হামিদের বাসায় এক দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ টাকা,স্বর্ণালংকার সহ প্রায় পৌনে ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে হামিদ দম্পতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে বেড়াতে গেলে এ চুরির ঘটনা ঘটে। বাড়ীর মালিক আইনজীবী আব্দুল হামিদ জানান- সন্ধ্যায় তারা বাড়ী ফিরে দেখে চোরেরা তাদের বাড়ীর গেট টপকিয়ে তাদের শোবার ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমীরার লক ভেঙ্গে আলমীরার মধ্যে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগত প্রায় ২৫ হাজার টাকা সহ অন্যন্য মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে এডভোকেট আব্দুল হামিদ সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেন। মাত্র ১ ঘন্টার ব্যবধানে বিকেলে ব্যস-তম এলাকায় দূর্ধর্ষ এ চুরির ঘটনা সহ প্রতিনিয়তই এ ধরনের চুরির ঘটনায় শহর বাসীর মধ্যে চুরি আতংক বিরাজ করছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …