22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের তাড়াশে ঘর-জামাই ও শ্বাশুরীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে ঘর-জামাই ও শ্বাশুরীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ঘর-জামাই ও শ্বাশুরীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে গ্রামবাসী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের মৃত বাহার সরকারের স্ত্রী কুলসুম বেওয়া ও তার মেয়ে জামাই গুরম্নদাসপুর উপজেলার চরনালী কান্দিপাড়া গ্রামের তাজু প্রামানিকের ছেলে আব্দুস সালাম তার পরিবার নিয়ে ঘর-জামাই হিসাবে সান্দুরিয়া গ্রামে বিগত ১০-১২ বছর ধরে বসবাস করে আসছিল। এ সুবাদে জামাই আব্দুস সালাম বহিরাগত কিছু মাসত্মান ধরনের লোকজন নিয়ে এসে ওই গ্রামে নানা অপকর্মে লিপ্ত হয়। এ ঘটনার কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় হয়রানী করে ঘর-জামাই আব্দুস সালাম ও তার শ্বাশুড়ী কুলসুম। পরবর্তীতে গ্রামবাসী এক শালিশী বৈঠক ডেকে ওই ঘর-জামাইকে গ্রামে আসতে নিষেধ রায় প্রদান করে। তার কিছুদিন পর জামাই আব্দুস সালাম বহিরাগত কিছু মাসত্মান নিয়ে গ্রামে এসে আবারও বিভিন্ন ধরনের অপকর্ম চালাতে শুরম্ন করে। ফলে গ্রামবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বর্তমানে বহিরাগত মাসত্মান, শ্বাশুড়ী ও জামাইয়ের বেপরোয়া চলা ফেরা এবং নানা অপকর্ম কান্ডে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে গতকাল বুধবার তাড়াশ থানায় স’ানীয় দুই জন ইউপি সদস্য মোছাঃ শিউলী পারভীন ও আনছার আলী সহ অর্ধশতাধিক গ্রামবাসী স্বাড়্গরিত একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। এ প্রসঙ্গে থানা পুলিশ তদনত্ম সাপেড়্গে প্রয়োজনীয় ব্যবস’া নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এ ব্যাপারে ঘর-জামাই আব্দুস সালাম ও তার শ্বাশুড়ী কুলসুম বেওয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা কোন কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …