এনবিএন ডেক্স- এস এস সি পরীড়্গার্থী মাকসুদা পারভীন আখি (১৬) পরীড়্গা ভাল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। গত ১৪ ফেব্রম্নয়ারী চকময়রাম এস এস সি পরীড়্গা কেন্দে বিজ্ঞান পরীড়্গা দিয়ে বাড়ীতে যায়। পরীড়্গা খারাপ হওয়ায় পিতা- মুক্তার হোসেন মেয়েকে বকুনী দেয়। ফলে ১৪ ফেব্রম্নয়ারী বিকেলে পরীড়্গা মাকসুদা পারভীন তিক্তকায় গলায় ওড়না পেচিয়ে ঘরের মধ্যে আত্নহত্যা করে। মাকসুদা পারভীন আখিঁর গত বছর বিয়ে হয় এবং তার স্বামী বিদেশে চাকুরি করেন বলে পরিবারিক সূত্রে জানা যায়। আত্নহননকারী মাকসুদার বাড়ী উপজেলার হরিতকীডাঙ্গা গ্রামে। অপর দিকে একই দিনে বেলা ১১ টায় মঙ্গলিয়া গ্রামের নজরম্নল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (২৮) স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় অভিমান করে বিষপানে আত্নহত্যা করেছে বলে স’ানীয় লোকজন ও ইউপি মেম্বার বেলাল হোসেন জানিয়েছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …