সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও সাধারন সম্পদকের বিরুদ্ধে দীর্ঘদিনের অর্থআত্বসাৎসহ নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে নির্বাহী কমিটির ৪ নেতা মঙ্গলবার পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলী মাসুম, সহ-সাধারন সম্পাদক মোঃ আতিকুর বহমান, সহ-সাধারন সম্পাদক বিপ্লব কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক কুদরত-ই-খোদা রাজিব। দুপুরে শহরের মুজিব সড়কস’ একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগকারী নেতারা স’ানীয় সাংবাদিকদের কাছে সভাপতি ও সাধারন সম্পদকের বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির চিত্র তুলে ধরেন। নেতারা আক্ষেপ করে জানান, ২০১০ সালে তারা নির্বাচিত হয়ে ক্ষমতা নিয়ে সভাপতি আলহাদি আলমাজি মোহাম্মদ জিন্নাহ ও সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি গত দু’বছরে মালিক সমিতির সদস্যদের কাছ থেকে কল্যান হতবিল ও ভবন নির্মানের নামে উত্তোলনকৃত কমপক্ষে ৮০ লাখ টাকা ব্যাংকের যৌথ হিসেবে না রেখে আত্বসাৎ করেছে। এমনকি, তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে জেলার বিভিন্নরুটে বিধি-বর্হিভূতভাবে গাড়ি ভর্তি করে বিনা রশিদে রেজুলেশনে ছাড়াই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া, শ্রমিক সংগঠনের সাথে যোগসাজসে তারা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ-কড্ডা-হাটিকুমরুল মহাসড়কের কড্ডার মোড়ে সংগঠনের নামে পরিবহনে অবৈধ চাঁদাবাজি শুরু করেছে। সভাপতি জিন্নাহ ও সাধারন সম্পাদক মনি কমিটির অন্যান্য নেতাদের সাথে কোনরূপ আলাপ-আলোচনা না করে শ্রম আইন ও সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে রাজশাহী শ্রম দফতরের যুগ্ন-নিবন্ধককে অনৈতিকভাবে প্রভাবিত করে কার্যকরী কমিটির মেয়াদ শেষ না হতেই অতিরিক্ত তিন মাস সময় বাড়িয়ে ক্ষমতা আকড়ে রাখার পাঁয়তারা করছে। গত দু’বছরে তারা কোন বিশেষ বা সাধারন সভা করেনি। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করলে সাধারন সদস্যদের নানা ধরনের হয়রানীরও হুমকী দেয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনটির সভাপতি আলহাদি আলমাজি মোহাম্মদ জিন্নাহ বলেন, আগামীকাল ১৫ এপ্রিল আমাদের নির্বাহী কমিটির মেয়দ শেষ হবে। ২ বছর এরই মধ্যে অতিবাহিত হয়ে গেছে। যদি সত্যিকারেই আমাদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি খুঁজে পায় তাহলে এতদিন পরে আমাদের বিরুদ্ধে কেন। এতদিন তারা কি করেছেন। রাজশাহী শ্রম দফতরের যুগ্ন-নিবন্ধক এম.এম. আব্দুর রশীদ মোবাইলে এ প্রতিনিধিকে জানান, সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যকরী কার্যক্রম যদিও ১৪ এপ্রিল পর্যন্ত কিন’ ওই সংগঠনের সদস্য অন্তভূক্তি, ভোটার তালিকা সংশোধন, হালনাগাদ ও নির্বাচন সম্পন্ন করার জন্য ৩ মাস পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ ধরনের সময় বাড়ানো যদিও শ্রম অইনের পরিপতী, তারপরেও বিশেষ সভাপতি ও সাধারন সম্পাদকের বিশেষ অনুরোধে ও সংগঠনের স্বার্থে এ ধরনের আদেশ দেয়া হয়েছে।
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগে ৪ নেতার পদত্যাগ
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …