22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর হিন্দুবাঘা মেলার সময়সীমা শেষ হওয়ার পরও টোলের নামে চলছে চাঁদাবাজী-প্রশাসন নিরব

নওগাঁর হিন্দুবাঘা মেলার সময়সীমা শেষ হওয়ার পরও টোলের নামে চলছে চাঁদাবাজী-প্রশাসন নিরব

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির শিকার পুর মৌজার হিন্দুবাঘা নামকস’ানে হিন্দু সমপ্রাদায়ের ভূতনাথ দেবের পূজা উপলক্ষে বসা হিন্দুবাঘা মেলার সময় শেষ হওয়ার পরও টোল আদায়ের নামে প্রকাশ্যে চলছে হাজার-হাজার টাকার চাঁদাবাজী স’ানিয় প্রশাসন রয়েছে নিরব।হয়রানির শিকার হচ্ছে সাধারন ক্রেতারা। জানা গেছে, প্রতি বছরের মত এবারও গত ৩ থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন- উপজেলার ভীমপুর ইউপির শিকারপুর মৌজায় এ মেলার আয়োজন করা হয়।১লাখ ২০ হাজার টাকা ইজারায় এমেলাটি ডেকে নেন মেলা এলাকার ভীমপুর গ্রামের জৈনক কামরুজ্জামান বাবু নামের এক যুবক।এর পর মেলা কমিটির নেতৃত্বে ৩থেকে১২ ফেব্রুয়ারী পর্যন- হিন্দু ধর্মীয় উক্ত মেলাটি ৪টি ভ্যারাইটি শোও১টি সার্কাস পদর্শনী সহ শত শত রকমারি দোকানের শমারহে জমজমাট ভাবে চলার পর গত ১২ ফেব্রুয়ারী মেলা চলার সময় শেষ হয়ে যায়।মেলার সময় শেষ হওয়ার পরও গত১৩ ফেব্রুয়ারী থেকে সংবাদ লেখার সময় ১৪ফেব্রুয়ারী বিকেল পর্যন- মেলা কমিটির বেশকিছু লোকজন প্রকাশ্যে সাধারন ক্রেতাদের কাছে থেকে এক প্রকার জোর পূর্বক টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজিতে মেতে উঠেছে।আর এটাঁকা তোলাকে কেন্দ্র করে মেলা কমিটির লোকজনওক্রেতাদের মাঝে তর্কবিতর্ক সবসময় লেগেই রয়েছে ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন এমন আশংকা করছেন সচেতন মহল। এ ব্যাপারে জালাল পুর গ্রামের সুজিত চন্দ্র সাহা জানান,তিনি মেলা থেকে ষ্টিলের ২টি শোকেচ ক্রয় করায় তাকে মেলা কমিটির নিয়োজিত লোকজনকে দিতে হয়েছে নগদ ৪শত টাকা,চৌমাশিয়া গ্রামের সাজ্জাদ হোসেন জানান,তিনি ৫হাজার টাকা মূল্যের একটি কাঠের খাট ক্রয় করায় মেলা কমিটির লোকজন তার কাছে থেকে শতকরা ৫টাকা হারে টোলের নামে ২শত ৫০টাকা নিয়েছে,খোর্দ্দনারায়ন পুর গ্রামের নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি জানান,মেলা থেকে তিনি একটি কাঠের শোকেচ ক্রয় করায় তাকে মেলা কমিটির লোকজনকে দিতে হয়েছে নগদ ৩০০/= টাকা।এব্যাপারে মোবাইল ফোনে ওই মেলার বিটার কামরুজ্জামান বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পওয়া যায়নি। তবে মেলা কমিটির সভাপতি সাদেক আলী টোলের নামে টাকা তোলার কথা স্বীকার করে জানান,মেলার সময় শেষ হওয়ার পরও কমিটির লোকজন টাকা নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে তবে এব্যাপারে তিনি জড়িত নেই বলেও দাবি করেন এ প্রতিনিধির কাছে। নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস, আই সলিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মহাদেবপুর থানার ওসি কে বিষয়টি জানাতে বলেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মেলার সময় সীমা শেষ হওয়ার পরও যদি মেলা চলে থাকে এবং টোল তোলা হয় তাহলে তা বন্ধ করে দেয়া হবে বলে জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …