22 Bhadro 1432 বঙ্গাব্দ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / কুড়িগ্রামে রাকাবের শাখা ব্যবস্থাপক সম্মেলন

কুড়িগ্রামে রাকাবের শাখা ব্যবস্থাপক সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাঠ কর্মীসহ শাখা ব্যবস্থাকদের পারফরমেন্স পর্যালোচনা সভা সোমবার কুড়িগ্রাম টিডিএইচ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়। রাকাবের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত প্রধান অতিথি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ কারনে সরকার কৃষদের ভাগ্য উন্নয়নে নাম মাত্র সুদে বিভিন্ন শস্য ঋণ ইস্কিম চালু করেছে । এটির বানত্মবায়ন যথাযথ ভাবে করতে হবে। ঋণ বিতরনে কোন ধরনের অনিয়ম দূর্নীতি এবং কৃষকদের হয়রানীর অভিযোগ প্রমানিত হলে তাদের বিরম্নদ্ধে কঠোর ব্যবস’া নেবে সরকার।
রাকাব কুড়িগ্রাম জোনের ব্যবস’াপক মাহবুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় মহাব্যবস’াপক এস এম শামছুল আলম, রাকাবের উপ-ব্যবস’াপক মোশারফ হোসেন প্রমূখ।
সভায় ব্যবস’াপনা পরিচালক কৃষি ঋণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও এসএমই থাকে ঋণ দিয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার জন্য সংশিস্নষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের নির্দেশ দেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে কাজ করে ব্যাংকের ভাবমূর্তি উজ্বল করার জন্য সংশিস্নষ্ট সবার প্রতি আহবান জানান।
কুড়িগ্রাম জোনাল অফিসের আওতাধীন ২০টি শাখার শতাধিক কর্মকর্তা ও কর্মচারি সভায় অংশ নেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …