কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের ধরলা ব্রীজের পূর্ব পার্শ্বে দ্রুতগামী বাসের ধাক্কায় এক রিক্সা আরোহীর মর্মমানি-র মৃত্যু। নিহত ব্যক্তির নাম জয়ন- চন্দ্র (২৫) পিতা-মনিন্দ্র নাথ, বাড়ি রাজারহাট উপজেলার খুনিয়াটারি গ্রামে।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুর ৩ টার দিকে কুড়িগ্রাম থেকে ভুরুঙ্গামারীগামী একটি মিনি বাস উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে থাকা দিয়ে চলা রিক্সার পিছন দিক থেকে প্রচন্ড ধাক্কা মেরে দ্রুত চলে যায়। এতে ঐ রিক্সারোহীর মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস’লেই সে মারা যায়। গুরুত্বর আহত রিক্সা চালককে মমূর্ষ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছেন।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …