20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / বিশিষ্ট সাংবাদিক সাগর সারোওয়ার ও মেহেরুন রুনির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

বিশিষ্ট সাংবাদিক সাগর সারোওয়ার ও মেহেরুন রুনির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

শাহ্‌ আলম, কুড়িগ্রামঃ
বিশিষ্ট সাংবাদিক সাগর সারোওয়ার ও মেহেরুন রুনির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল রোববার কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে সকালে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে মানব বন্ধন ও সমাবেশে মিলিত হয়। প্রেস ক্লাব সভাপতি সফি খাঁন এর সভাপতিত্বে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মেজর জেনারেল ( অবঃ) আমসা আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পদক অলক সরকার, জেলা জাসদ সভাপতি ইমদাদুল হক এমদাদ, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক আহসান হাবিব, টেলিভিসন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুস আলী, সম্পাদক শ্যমল ভৌমিক, প্রেস ক্লাবের সহ-সভাপতি সফিকুল ইসলাম বেবু, সকালের খবর জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, এটিএন বাংলার সাংবাদিক ইউসুফ আলমগীর প্রমূখ। বক্তারা এ নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সস্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। মানব বন্ধন কর্মসূচীতে সাংবাদিক, শিক্ষক-ছাত্র, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস-রের লোকজন অংশ গ্রহণ করে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …