20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় নবজাতকের লাশ উদ্ধার

নওগাঁয় নবজাতকের লাশ উদ্ধার

এনবিএন ডেক্স: গতকাল রবিবার দুপুরে নওগাঁ থানার পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। জানা যাই নওগাঁ শরহস’ কালী তলা মহল্লায় ছোট যমুনার নদীর তীরে দহের ঘাটে ভাস্য মান অবস’ায় এক নবজাতকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস’লে এসে লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসাপাতালে ময়না তদনে-র জন্য প্রেরণ করেন। এ বিষয়ে স’ানীয় লোকজন ও নওগাঁ সদর থানা সূত্রে জানা গেছে সম্ভবত কেউ অবৈধ্য সন-ান প্রসব করে নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হয়েছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …