এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। প্রত্যড়্গ দর্শীরা জানিয়েছেন, গত শুক্রবার উপজেলার পৌর সদরস’ ৩ নং ওয়ার্ডের মুক্তার হোসেনের মেয়ে তারা বানু (১৪) ঘরের ভিতর তার পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় স্কুল থেকে বাড়িতে এসে ঝুলনত্ম অবস’ায় তারা বানুর ছোট ভাই লালচাঁন (৬) এর দৃশ্য দেখতে পেয়ে ডাক চিৎকার করে। এ সময় পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তারা বানুকে মৃত অবস’ায় ঘরের ভিতর থেকে বাহিরে নিয়ে আসে। তারা বানুর মা রাশেদা বেগম জানান, প্রতি দিনের ন্যায় অন্যের বাসায় ঝি এর কাজ করার জন্য সকালে বাড়ি থেকে বের হয় এবং পিতা মুক্তার হোসেনও কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে সকালেই চলে যান। এ মৃত্যুর ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে স’ানীয় প্রতিবেশী ও এলাকাবাসী এবং পরিবার সূত্র জানান, মৃত তারা বানু কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল। এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনা পরিদর্শন করেন। সেইসাথে এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …