সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সাড়া দেশের মতো সিরাজগঞ্জেও উৎসাহ উদ্দিপনা আর শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বেলা ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলার ৩শ ৮৬টি স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩শ ৮৬টি স্কুলে মোট ভোটার সংখ্যা ৬৪ হাজার ৩শ ৪৭ জন। এরা সকলেই ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রী । প্রতিটি স্কুলে ৭টি পদের বিপরীতে মোট ৫হাজার ১শ ৪৭ জন প্রাথী প্রতিদন্দিতা করছে। নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইটিং অফিসার, পোলিং অফিসার সহ সব বিষয়ের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। গনতন্ত্রের চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষনুতা ও শ্রদ্ধা প্রদর্শন, বিদ্যালয়ের শিখন শেখানোর কার্যক্রমে শিক্ষক মন্ডলিদের সহযোগীতা, বিদ্যালয়ে ১০০ ভাগ ছাত্র/ছাত্রী ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগীতা, শিখন শেখানোর কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সহযোগীতা করা ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশ গ্রহণ নিশ্চিত করার উদ্যেশ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে বই ও শিক্ষা উপকরন, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি, পানি, বৃক্ষ রোপন এবং অর্ভ্যথনা বিষয়ক ৭ টি দপ্তর বন্টন করা হবে।
Home / শিক্ষা / সিরাজগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০১২ অনুষ্ঠিত
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …