15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / সিরাজগঞ্জে দুরন্ত রাজশাহীর পরিচিতি ও কনসার্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দুরন্ত রাজশাহীর পরিচিতি ও কনসার্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিপিএল টি-২০ ক্রিকেট উপলক্ষে উত্তরবঙ্গের ‘দুরন্ত রাজশাহী’ খেলোয়ারদের পরিচয় এবং জমকালো কনসার্ট অনুষ্ঠান হলো সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ডিগ্রী কলেজ মাঠে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে এই জমকালো কনসার্টের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস এমপি। মন্ত্রী বলেন,দুরন- রাজশাহী আমাদের বিভাগের দল। সিরাজগঞ্জের ৩৩ লাখ মানুষ দুরন্ত রাজশাহীর সাথে আছি। আমরা বিশ্বাস করি দূরন্ত রাজশাহীই বিজয়ী হবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপসি’ত ছিলেন দুরন- রাজশাহী ক্রিকেট দলের চেয়ারম্যান মুসফিকুর রহমান মোহন , নাটোর-৩ সিংড়া আসনের জাতীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনন্দ সরকার, সদর সার্কেল এএসপি মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি জুলকার নাইন, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সবুর, বেলকুচি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, দুরন্ত রাজশাহী পরিচালক সাইমন সিদ্দিকী রহমান, দুরন্ত রাজশাহী ক্রিকেট দলের অধিনায়ক, কোচ খালেদ মাসুদ পাইলট,সহকারী কোচ হান্নান সরকার, প্রমুখ।
অনুষ্ঠানে উপসি’ত ক্রিকেট খেলোয়ারদেরকে পরিচয় করে দেয়া হয়। পরে সঙ্গীতের মূর্চ্ছনায় মধ্য রাত পর্যন- সমর্থকদের তন্দ্রাচ্ছন করে রাখে ব্যন্ড দল ফুয়াদ আ্যন্ড ফ্রেন্ডস (এফ এন এফ),পার্থিব,শূন্য, ওল্ড স্কুল ও লালন। অনুষ্ঠানকে ঘিরে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …