এনবিএন ডেক্স: নওগাঁ চোরাচালানিদের মহাজন মিস্টার আগারওয়াল নামে ভাতীয় এক নাগরিক কয়েক দিন ধরে অবৈধ্যভাবে সান্তাহার ও নওগাঁ শহরে অবস’ান করার পর গত কয়েক দিনে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে চোরাচালানীদের পক্ষ থেকে ব্যাপক অভ্যর্থনাসহ আপ্যায়ন করানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড়া শুরু হয়েছে। জানা গেছে, ভারতীয় ওই নাগরিক চোরাচালানীদের একজন বড় মহাজন। দিনাজপুরের বাংলা হিলি সীমানের ওপারে তার বিশাল আড়ৎ রয়েছে। তার আড়ৎ থেকে নওগাঁ, সান্তাহার, বগুড়া, জয়পুরহাট, নাটোর, ঈশ্বরদি, সিরাজগঞ্জ ও শাহাজাদপুর এলাকার চোরাকারবারিরা মাদকদ্রব্য সহ ভারতীয় বিভিন্ন রকমের পণ্য চোরাই পথে নিয়ে আসে। এক পর্যায়ে ওই সকল চোরাচালানীদের নিকট তার মোটা অংকের টাকা বাঁকী পড়ে যায়। বাকী টাকা আদায়ের জন্য ভারতীয় ওই মহাজন গত কয়েক দিন আগে সান্তাহার শহরে আসেন বলে চোরাচালানীদের একটি সূত্রে জানা যায়। গত মঙ্গলবার রাতে ওই মহাজনকে নিয়ে সান্তাহারের কয়েক জন চোরাচালানী নওগাঁ শহরের একটি বিলাশ বহুল রেস্টুরেন্টে ব্যাপক আপ্যায়ন করা হয়। চোরাচালানীরা ওই মহাজনকে তুষ্ট রাখার জন্য ব্যাপক দৌড়ঝাপ শুরু করে। সূত্র জানায়, গত কয়েক দিনে ওই ভারতীয় মহাজন কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে চলে যান। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই মাহবুব বলেন, চোরাচালানিদের ভারতীয় মহাজনের সান্তাহার-নওগাঁয় আগমন সম্পর্কে আমার জানা নেই।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …