23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / পীরগঞ্জে দেনার ভয়ে এক পরিবার গ্রাম ছাড়া!

পীরগঞ্জে দেনার ভয়ে এক পরিবার গ্রাম ছাড়া!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে দেনার চাপে বর্গা চাষী আঃ বারী মিয়া (৫২) তার পরিবারের সদস্যদের নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে । সে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের আমবাড়ী সোলাগাড়ী গ্রামের বাসিন্দা ।
প্রাপ্ত সুত্রে জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের আঃ বারী দীর্ঘ দিন ধরে প্রতিবেশী মোজাহেদুল ইসলামের সহ ক’জনের জমি বর্গা নিয়ে চাষ করতো। ওই সব জমিতে উৎপাদিত ফসলের বাজার মুল্য কম হওয়ায় তিনি জমির মালিকদেরকে আবাদী ফসল দিতে না পারলেও সময় নিয়ে চাষাবাদ অব্যহত রাখত । ফলে জমির মালিকদের কাছে তার মোটা অংকের টাকা দেনা পড়ে । এ ছাড়া বারী সংসার চালানোর প্রয়োজনে স’ানীয় অনেকের কাছ থেকে টাকা কর্জ নিয়ে পরিশোধ করতে হিমশিম খাচ্ছিল। সার্বিক এ পরিসি’তিতে বারীর ঋনের পরিমান এমনই বেড়ে য়ায যা তার পক্ষে পরিশোদ সম্ভব হযে পড়ে । আর যে কারনে পাওনাদারদের ভয় ও চাপে বারী গত মঙ্গলবার রাতে কাউকে না জানিয়ে স্ত্রী, ২ ছেলে এবং ১ কন্যাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। এ ব্যাপারে গ্রামবাসী কোহিনুর , আজগর, ছালাম জানায়, আমাদের জমিজমা থেকেও বর্তমানে জীবন চালাতে গিয়ে হাফিয়ে উঠেছি। আর বারীর কোন জমিই নেই। অন্যের জমি চাষ করে জীবন চলতো। সে দেনার দায়ে বাধ্য হয়েই গ্রাম ছেড়েছে। অপরদিকে জমি বর্গাদাতা মোজাহেদুল ইসলাম জানান, ভুমিহীন বারী আমার জমি চাষ করতো। কিন’ উৎপাদনের খরচ তুলতে না পারায় হতাশ হয়ে তিনি জন্মভুমি গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন। তার কাছে অনেকেই টাকা পায় বলে সে আমাকে জানিয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …