এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে উপজেলার ৮ ইংয়নিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের ১২ লাখ টাকার হদিস হয়নি দীর্ঘদিও। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। জানা যায়, বিগত ২০১০-২০১১ অর্থবছরে টিআর বিশেষ কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে নগদ অর্থ ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে ১২ লাখ টাকা ৮ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে বরাদ্দ দেয়া হয়। প্রতিটি ইউনিয়ন তথ্য ও সেভা কেন্দ্রে ৫০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ ও এক লাখ টাকা মূল্যের একটি ডিজিটাল মাল্টিমিডিয়া ওয়েব ফ্ল্যাস ক্যামেরা কেনার কথা। কিন’ প্রকল্প চেয়ারম্যানরা উক্ত বরাদ্দকৃত টাকা উত্তোলন করে কোন মালামাল ক্রয় না করে আত্মসাৎ করেন। প্রকল্প চেয়ারম্যানরা বিভিন্ন সময়ে দিচ্ছি দেব বলে এ পর্যন- টালবাহানা করে চললেও ল্যাপ্টপ ক্যামেরা হস-ান-র করা হচ্ছে না। কেন ল্যাপ্টপ ও ক্যামেরা ক্রয় করা হয়নি এ বিষয়ে পাহাড়পুর ইউপির প্রকল্প চেয়ারম্যান আমিনুল ইসলঅম, মথুরাপুর ইউপির প্রকল্প চেয়ারম্যঅন শেখ ফরিদ পিন্টু, কোলা ইউপির প্রকল্প চেয়ারম্যান এমদাদুল হক সহ ৮ ইউপির প্রকল্প চেয়ারম্যানদের সাথে কথা বললে তারা জানান, আমাদের বরাদ্দকৃত টাকা উত্তোলন করে উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম টাকা জমা নিয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, ল্যাপ্টপ ক্যামেরা কেনা আছে। কোথায় আছে জানতে চাইলে তিনি জানান, এমপির কাছে ঢাকায়।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …