7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাটে জমি বিক্রয় করতে এসে আড়াই লাখ টাকা আত্নসাৎ

নওগাঁর ধামইরহাটে জমি বিক্রয় করতে এসে আড়াই লাখ টাকা আত্নসাৎ

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে আড়াই লাখ টাকা আত্নাসাতের খবর পাওয়া গেছে। জানা গেছে, গত ২ ফেব্রম্নয়ারী ধামইরহাট হরিতকীডাঙ্গা গ্রামের জনৈক গোলাপ হোসেন জমি ক্রয় করার জন্য নির্ধারিত দিন ধামইরহাট দলিল লেখক সমিতিতে আসেন। বিক্রেতা মোসাঃ জান্নাতুন ফেরদৌস (চায়না) দলিল লেখক সেরেসত্মায় জনৈক দলিল লেখক মোঃ আব্দুল গফুর এর নিকট থেকে জমির মুল্য বাবদ ২ লড়্গ ৫০ হাজার টাকা বুঝে নিয়ে দলিলে স্বাড়্গর করে এবং টাকা গুলি ব্যাংকে জমা নাম করে চম্পট দেয়। এমন সময় সাব রেজিষ্ট্রি অফিসে জবানবন্দি নেওয়ার জন্য ক্রেতা গোলাপ হোসেন, দলিল লেখক আব্দুল গফুর ঘন্টার পর ঘন্টা অপেড়্গা করেও জমি বিক্রেতাদের খোজ খবর না পাওয়ায় জমি রেজিষ্ট্রি হয়নি। দলিল লেখক আব্দুল গফুর ও ক্রেতা গোলাপ হোসেন বুঝতে পারে যে, জমি বিক্রেতারা জমি রেজিষ্ট্রি না দিয়ে টাকা আত্নাসাৎ করার চক্রানত্ম করেছে। এ অবস’ায় অনেক খোজাখুজির পর জমি বিক্রেরা জান্নাতুন ফেরদৌস (চায়না) কে স’ানীয়দের সহযোগিতায় থানায় সোপর্দ করে। এ ব্যাপারে দলিল লেখক আব্দুল গফুর বাদী হয়ে ধামইরহাট ৩ জনকে আসামীকরে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …