22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর মান্দায় রেবা আখতার ও চকউলি পরীড়ক্ষা কেন্দ্রে নকলসহ নানা অনিয়মের অভিযোগ

নওগাঁর মান্দায় রেবা আখতার ও চকউলি পরীড়ক্ষা কেন্দ্রে নকলসহ নানা অনিয়মের অভিযোগ

এনবিএন ডেক্স: সারা দেশের ন্যায় ১ম দিনে আসন্ন এস এস সি, দাখিল, ভোকেশনাল পরীড়্গায় মান্দার অন্যান্য কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে পরীড়্গা অনুষ্ঠিত হলেও রেবা আখতার দাখিল মাদ্রাসা ও চকউলি বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে চিত্র ভিন্ন। সরজমিনে সকাল পৌনে টার দিকে রেবা আখতার মাদ্রাসায় গিয়ে লড়্গ করা যায় পরীড়্গা পরিচালনা সংক্রানত্ম ব্যক্তিদের চেনার উপায় নেই। বিধি মোতাবেক পরীড়্গা কেন্দ্রের সঙ্গে সংশিস্নষ্টদের পরিচয় পত্র থাকার কথা থাকলেও তা মানা হয়নি। সচিবের সঙ্গে পরীড়্গার যাবতীয় বিষয় নিয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব আ: গফুর সাফ জানান পরীড়্গা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ উপর মহলের নির্দেশে নিষেধ। বিষয়টি নিয়ে লিখিত কোন প্রামানাদি আছে কি-না জানতে চাইলে তিনি জানান এটা কর্তৃপড়্গের মৌখিক নির্দেশ। অবশেষে মাঠে বসে থাকা ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সমবায় অফিসার আ: রশিদের সঙ্গে কথা বলা হলে তিনি পরীড়্গা কেন্দ্রের আংশিক অংশ ঘুরে দেখানোর সময় পরীড়্গা সংশিস্নদের কোন পরিচয় পত্র দেখা যায়নি। পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ওই কেন্দ্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান জাফরাবাদ দাখিল মাদ্রাসার সুপারসহ শিড়্গকগণ প্রবেশ পত্র দেয়ার নামে হারম্নন, সাজু, সাহিন, আমিনুল, নয়ন ও সম্রাটের নিকট থেকে ২’শ টাকা করে আদায় করা হয়েছে। ভুক্তভোগী ছাত্ররা জানান, এক বিষয়ে পরীড়্গা দেওয়ার জন্য ফরম ফিলাপের সময় ৬’শ টাকা করে নেন সুপার ইসমাইলসহ প্রতিষ্ঠান কর্তৃপড়্গ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদ্রাসার সুপার জনান, এক বিষয় পরীড়্গার জন্য সনদ ফিসহ সর্বসাকুল্যে ২’শ ৪০ টাকা লাগে। তারা দু:খ প্রকাশ করে বলেন কেন অতিরিক্ত ফি নেয়া হচ্ছে তার তাদের বোধগম্য নয়। অপর দিকে উপজেলার চকউলি বহু মুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও ভেন্যু কেন্দ্র চকউলি কউমি মাদ্রাসায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মান্দা মুহাম্মদ আশেক হাসান সাঁড়াসি অভিযান চালিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় এক ঝাঁকা নকল উদ্ধার করে মাঠের মধ্যে আগুনে পুড়িয়ে দেওয়ার দৃশ্য সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। এ বিষয়ে ম্যাজিষ্ট্রেট আশেক হাসান জানান, তথ্য প্রযুক্তির যুগে নকল মুক্ত পরিবেশে পরীড়্গা নেওয়ার লড়্গে আজকের এই অভিযান চালিয়ে নকল উদ্ধার করে ১ম দিনের পরীড়্গা হওয়ায় তাদের খাতা সাময়িক আটকিয়ে রেখে কঠোর হুশিয়ারি দিয়ে সাধারণ ড়্গমা করা হয়। এছাড়া সরজমিনে উপজেলার মান্দা এস সি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্র মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, সাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী শহিদ মামুন হাই স্কুল ও কলেজ, ইনডেক্স বিএম কেন্দ্রে শানিত্মপূর্ণভাবে নকলমুক্ত নিরিবিলি পরিবেশে পরীড়্গা অনুষ্ঠিত হতে দেখা গেছে। ১ম দিনে এস এস সি, দাখিল, ভোকেশনালের মোট ৪হাজার ১’শ ৬৪জন পরীড়্গার্থী পরীড়্গায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২১জন অনুপসি’ত এবং ৭জন বহিস্কার হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …