5 Boishakh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / কুড়িগ্রামে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব-২০১২

কুড়িগ্রামে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব-২০১২

কুড়িগ্রাম (রংপুর) প্রতিনিধিঃ
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে কুড়িগ্রামে শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব-২০১২। কুড়িগ্রামের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ, কুড়িগ্রাম ‘বাঙালির বিজয়ের ৪০ বছর পূর্তি’ উপলক্ষ্যে এ উৎসবের আয়োজন করেছে। উৎসবে পশ্চিমবঙ্গের কলকাতার মিউনাস, ঢাকা’র শূন্যন থিয়েটার, দিনাজপুরের আমাদের থিয়েটার, বগুড়া থিয়েটার, রংপুর নাট্যকেন্দ্র ও স্বাগতিক প্রচ্ছদ, কুড়িগ্রাম সপ্তাহ ব্যাপী এ উৎসবে সেরা সব নাটক পরিবেশন করবে।
‘আমাদের মঞ্চ, আমাদের মুক্তিযুদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স’ানীয় পৌর মিলনায়তনে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন- বীরপ্রতিক তারামন বিবি। উদ্বোধনী অনুষ্ঠানে স’ানীয় সংসদ সদস্য মোঃ জাফর আলী, মোস-াফিজার রহমান, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, পৌর মেয়র নুর ইসলাম নুরু সহ কুড়িগ্রাম ও ঢাকা’র নাট্যো ব্যক্তিত্বরা উপসি’ত থাকবেন বলে প্রচ্ছদের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক জানান।
৪ ফেব্রুয়ারি প্রচ্ছদ, কুড়িগ্রাম হেলাল জাহাঙ্গীরের ‘উত্তরে অগ্নিকাল’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের সুচনা ঘটবে। ৫ ফেব্রুয়ারি মমতাজ উদ্দিন আহমেদের বিখ্যাত নাটক ‘ক্ষত-বিক্ষত’ মঞ্চস’ করবে আমাদের থিয়েটার দিনাজপুর। ৬ ফেব্রুয়ারি আসাদুজ্জামান নুরের রূপান-রিত নাটক ‘দেওয়ান গাজির কিস্‌সা’ পরিবেশন করবে বগুড়া থিয়েটার। ৭ ফেব্রুয়ারি রংপুর নাট্যকেন্দ্র আরিফ হায়দারের ‘বাগ্‌দি ধীরুয়াল’। ৮ ও ৯ ফেব্রুয়ারি ২ দিন কলকাতার মিউনাস উৎসব দাসের ‘স্ট্রাইক’ ও ‘স্বার্থপর’ নাটক দুটি ও ১০ ফেব্রুয়ারি ঢাকা’র শূন্যন থিয়েটার মান্নান হিরার ‘লাল জমিন’ পরিবেশন করবে।

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …