23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় বিএনপির সভা অনুষ্ঠিত॥

নওগাঁর মান্দায় বিএনপির সভা অনুষ্ঠিত॥

এনবিএন ডেক্সঃ গতকাল বুধবার বিকেলে মান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গত রবিবার সরকার বিরোধী গণমিছিলে পুলিশের গুলিতে যে সব নেতা কর্মী মৃত্যুবরণ করেন তাদের আত্নার শানি- কামনা করে সভার কাজ শুরু করা হয়। অনুষ্ঠানে ১৪টি ইউনিয়ন থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সাম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ উপজেলা নেতা বৃন্দ উপসি’ত ছিলেন। বক্তরা বলেন, সারা দেশে বিএনপির শানি-পূর্ণ গণমিছিল কর্মসুচিতে সরকার যেভাবে নেতা কর্মীকে নির্যাতন গ্রেফতার ও হত্যা করেছে। তা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের উপর এই হেন কার্য্যকলাপ কাম্য নয়। যাদের হত্যা করা হয়েছে সরকার সুষ্ঠ তদনে-র মাধ্যমে দোষী পুলিশ কর্মকর্তা কর্মচারীদের শনাক্ত করে দৃষ্টান- মূলক শাসি-র দাবী করেন। তৃণমুল পর্যায়ে ১৪টি ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মৎস্যজীবীদল,শ্রমিকদল,মহিলাদল সহ সহযোগী সংগঠন সমূহ জরুরী ভিত্তিতে গঠন করার সিদ্ধান- গৃহীত। এ সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আফাজ উদ্দীন মোল্লা,এস এম আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আখেরুজ্জামান সেলিম, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক আব্দুর রব বাবলু, প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন মন্টু, যোগাযোগ সম্পাদক সাদেকুল ইসলাম সদস্য আবুল কালাম আজাদ চেয়ারম্যান উপজেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান। ছাত্র দল সভাপতি আসাদুজ্জামান আসাদ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …