23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / প্রবেশ পত্রের জন্য আলাদা ফি আদায় নওগাঁর মান্দায় দালিখ পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রবেশ পত্রের জন্য আলাদা ফি আদায় নওগাঁর মান্দায় দালিখ পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় আসন্ন দাখিল পরীড়্গার্থীদের নিকট থেকে বোর্ডের অতিরিক্ত ফি আদায়ের পরও প্রবেশ পত্র নেওয়ার নামে কেন্দ্র ফি’র অজুহাতে ২’শ থেকে ৩’শ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে মাদ্রাসার কোন মেধাবি ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠান প্রধানদের নিকট বোর্ড ফি দিয়ে ফরম ফিলাপের আবেদন করেও মাদ্রাসা সুপারদের মন গলাতে পারেনি। উপজেলার জাফরাবাদ দাখিল মাদ্রাসার পরীড়্গার্থী হারম্ননুর রশিদ ১বিষয়ে পরীড়্গা দেওয়ার জন্য সর্বসাকুল্যে বোর্ডের অতিরিক্তি ৬’শ টাকা দিয়েও তার প্রবেশ পত্র দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে। হারম্নন জানান, ছোটবেলায় বাবা মারা যাবার কারণে মা’র সাথে নিজেই সংসারের হাল ধরে পড়া লেখা করে গত বছর ১৯’শ টাকা দিয়ে ফরম ফিলাপ করে পরীড়্গা দিয়েছি। এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার ৬’শ টাকা নিয়ে ফরম ফিলাপ করার পরও আরও ২’শ টাকা না দেওয়ায় এডমিড কার্ড দিচ্ছে না প্রতিষ্ঠানের কর্তৃপড়্গসহ ওই প্রতিষ্ঠানের সুপার। বাবা না থাকা সংসারের হাল ধরা এতিম ছেলে হারম্নন ও তার মা ১’শ টাকা নিয়ে বারবার সুপারের কাছে আকুতি মিনতি করার পরও ওই সুপার ইসলাম হোসেনের মন গলাতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার ৪১টি মাদ্রাসায় ১হাজার ৮৬জন ছাত্রছাত্রী পরীড়্গা এবার পরীড়্গা দিবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসা সুপার জানান, আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বেতনভ্রাতা না পাওয়ার পরও অভিভাবকদের সঙ্গে পরামর্শক্রমে টিউশনফিসহ ১২’শ টাকার মধ্যে ফরম ফিলাপ করেছি। তিনি আরও জানান, বোর্ড নিয়ম অনুযায়ী ১১বিষয়ে ৮’শ ১০ টাকা, প্রতিছাত্রের জন্য ২’শ টাকা কেন্দ্র ফিসহ মোট ১০টাকা এবং প্রত্যেক প্রতিষ্ঠান এ্যাফিলিয়েশন ফি বাবদ আরো ২’শ টাকা লাগার কথা। আবার এক বিষয়ে পরীড়্গা দিলে বোর্ডের নিয়ম অনুযায়ী লাগবে ১’শ ৪০ ও সনদ ফি ১’শসহ মোট ২’শ ৪০টাকা। সেখানে প্রতিষ্ঠান ভেদে এক বিষয়ের জন্য নেওয়া হচ্ছে ৬’শ থেকে ৮’শ টাকা। মান্দার অধিকাংশ মাদ্রাসা ১২’শ থেকে ২২’শ টাকা পর্যনত্ম নেয় বলে সুত্র জানায়।
এতিম ওই অসহায় ছেলে ১’শ টাকার অভাবে কি পরীড়্গায় অংশগ্রহন করতে পারবে না। এব্যাপারে ওই প্রতিষ্ঠানের সুপার ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্র সচিব কেন্দ্র ফি বাবদ ওই টাকা ধরার কারণে আমাদের কিছু করার নেই। উপজেলা নির্বাহী অফিসার মুন্সি মনিরম্নজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ওই প্রতিষ্ঠানের সভাপতি নই, সেই কারণে বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের সভাপতির সঙ্গে যোগাযোগ করার জন্য এ প্রতিবেদককে বলেন। সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …