এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশা উপজেলার ৬ টি ইউনিয়নের তিন হাজার আটশ’ অসহায় অতিদরিদ্র ভিজিডি কার্ডধারী সুবিধা ভোগীর জমা করা বিগত ৫ মাসের সঞ্চয়ের বিপুল পরিমাণের অর্থ অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়ে সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তার ব্যক্তিগত ব্যাংক একাউন্টে জমা রাখার অভিযোগ করা হয়েছে। এবিষয়ে সঠিক তদন- ও আইনগত ব্যবস’া গ্রহণের জন্য উপজেলার ভুক্তভোগীদের পক্ষ থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক ও নওগাঁ জেলা প্রশাসক সহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলায় সরকারের ভিজিডি কার্যক্রম বাস-বায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সহযোগী সংস’া হিসেবে জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) নামের একটি বেসরকারী সংস’ার সাথে গতবছর ২৫ জুলাই চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ওই সংস’ার লোকজন গতবছর জুলাই মাস হতে এ পর্যন- উপজেলার ৬টি ইউনিয়নের ৩৮০০ জন ভিজিডি কার্ডধারীর নিকট হতে জন প্রতি ৫০ টাকা করে মাসিক সঞ্চয় হিসেবে আদায় করে। এ প্রকল্পের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা এবং দায়ীত্ব প্রাপ্ত বে-সরকারী সংস’ার নির্বাহী পরিচালকের নামে স’ানীয় তফশীলী ব্যাংকে যৌথ একাউন্টে সঞ্চয়ের সকল অর্থ জমা রাখার নিয়ম থাকলেও এসডিএস এর নির্বাহী পরিচালক মোসাঃ আয়েশা আক্তার সদস্যদের সঞ্চয়ের অনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা তার ব্যক্তিগত একাউন্টে জমা রেখেছেন। এ ঘটনায় সংস’ার কর্মকান্ড ও জমা করা সঞ্চয়ের অর্থ ভবিষ্যতে ফেরত না পাওয়ার আশংকা করছেন উপজেলার ভিজিডি সুবিধা ভোগীরা। বুধবার দুপুরে পোরশার নিতপুরে গিয়ে ঐ এনজিও কর্মকর্তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংস’ার নির্বাহী পরিচালক আয়েশা আকতার জানান, অর্থ আত্মসাৎ করা হয়নি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেও তিনি দাবী করেন। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম জানান, ভিজিডি সুবিধা ভোগীদের সঞ্চয়ের বিপুল পরিমাণের অর্থ ব্যাংকে জমা না হওয়ার জন্য তৎকালিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম দায়ী ছিলেন। তিনি একবছর ধরে অফিস না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছিল। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …