20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাটে বিএসডিও’র উদ্যোগে আদিবাসীদের মত বিনিময় সভা

নওগাঁর ধামইরহাটে বিএসডিও’র উদ্যোগে আদিবাসীদের মত বিনিময় সভা

এনবিএন ডেক্স- গতকাল সকাল ১০ টায় ধামইরহাটে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এর উদ্যোগে ধামইরহাট শাখা কার্যালয়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ী ও আদিবাসীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসা বানিজ্যের ড়্গেত্রে আদিবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও আদিবাসীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্য প্রাপ্তি বিষয়ে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আমাইতাড়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসডিও ফিল্ড ফ্যাসিলিটেটর সনৎ কুমার সাহা। অন্যান্যের মধ্যে উমার ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইয়ুব হোসেন, ডেন্টিস্ট মোঃ আসলাম হোসেন, ব্যবসায়ী আকতার হোসেন, আদিবাসী নেতা কুরশিদ পাহান, বাঁশের তৈরী পণ্য উৎপাদনকারী আল বিরিকুশ মার্ডী, স্বপন হাঁসদা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ আদিবাসীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …