21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / শিশুটি জন্ম নিয়েই দেখল তার মায়ের হাতে বেড়ি

শিশুটি জন্ম নিয়েই দেখল তার মায়ের হাতে বেড়ি

পিরোজপুর প্রতিনিধিঃ শিশুটি জন্ম নিয়েই দেখল তার অপরাধী মায়ের হাতে বেড়ি। অপরাধী মায়ের নাম ফাতেমা আক্তার। বাড়ী পিরোজপুর শহরতলীর মাছিমপুর এলাকায়। ফাতেমা পিরোজপুর পুলিশের তালিকাভুক্ত ফেনসিডিল বিক্রেতা। ফাতেমার স্বামী জাহাঙ্গীর হোসেনও ফেনসিডিল বিক্রেতা। সমপ্রতি পিরোজপুর থানার পুলিশ ফাতেমাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। কারাগারে থেকেই ফাতেমা এ শিশু সন-ান জন্ম দেন।পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন আহমেদ জানান, ফাতেমাকে ১০ বোতল ফেনসিডিল সহ তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সে পিরোজপুর থানা পুলিশের তালিকাভুক্ত ফেনসিডিল বিক্রেতা। তার বিরুদ্ধে আমি (উপ-পরিদর্শক মহিউদ্দিন) বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছি। এর পর তিনি বলেন, ফাতেমার স্বামী জাহাঙ্গীর হোসেনকে আটকের চেষ্টা চলছে। পিরোজপুর কারাগারের জেলর মোঃ নজরুল ইসলাম বলেন, ফাতেমার প্রসব বেদনা শুরু হলে তাকে বরিশাল কারা হাসপাতালে নেয়া হয়। এর পর সে সেখানে একটি ছেলে সন-ান জন্ম দেন। বর্তমানে ফাতেমা তার নবজাতকে নিয়ে পিরোজপুর কারাগারে আছে। নবজাতকে প্রয়োজনীয় খাবার ও যত্নাদি করা হচ্ছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …