এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে ধান এবং চাল সংরক্ষণের জন্য পর্যাপ্ত গুদাম না থাকায় প্রতিনিয়ত বিপাকে পড়তে হয় স্থানীয় খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতরকে। সাধারণত উৎপাদন মাত্রাকে বিবেচনায় এনে সরকার উপজেলাগুলো থেকে ধান এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে। সে ক্ষেত্রে এ উপজেলায় ধানের উৎপাদন মাত্রার সাথে সরকারের সংগ্রহ লক্ষ্যমাত্রার মিল থাকলেও সংগ্রহীত এসব ধান এবং চাল সংরক্ষণের নেই পর্যাপ্ত ব্যবস্থা। এতে একদিকে বিপাকে পড়ে স্থানীয় খাদ্য নিয়ন্ত্রক অধিদফতর এবং এর সুফল বঞ্চিত হন কৃষক। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, ধান এবং চাল সংরক্ষণের জন্য মহাদেবপুর সদর, মহিষবাথান এবং মাতাজিহাটে ৩টি খাদ্য গুডাউন রয়েছে। এর মধ্যে সদরের খাদ্য গুদামে ধারণ ক্ষমতা ১ হাজার ৭৫০, মহিষবাথান গুদামে ৫শ এবং মাতাজিহাট গুদামে ৫শ’ মেঃটন। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এখানে ধান আবাদযোগ্য জমির পরিমাণ ৩৪ হাজার হেক্টর। এসব জমিতে বছরের দুই মৌসুম বোরো এবং রোপা আমন চাষ থেকে ধান উৎপাদন হয় গড়ে ২ লক্ষ মেঃটন। উত্তরাঞ্চলের শস্যভান্ডারখ্যাত এ উপজেলায় যেখানে বছরে ধান উৎপন্ন হয় গড়ে দুই লক্ষ মেঃ টন। সেখানে মাত্র ২ হাজার ৭৫০ মেঃ টন ধান ও চাল ধারণ ক্ষমতার ৩টি গুডাউন থাকা একেবারেই নগন্য। সংরক্ষণের ক্ষেত্রে স্থানীয় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসহায়ত্ব দূরীকরণ এবং কৃষকের সংরক্ষণের লক্ষ্যে এখানে পর্যাপ্ত খাদ্য গুডাউন নির্মাণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।
Home / কৃষি সংবাদ / নওগাঁর মহাদেবপুরে পর্যাপ্ত খাদ্য গুদাম না থাকায় কর্তৃপক্ষ বিপাকেঃ স্থানীয় কৃষক ক্ষতিগ্রস্ত
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …