এনবিএন ডেক্স- পৌরসভার নাগরিকদের উন্নত সেবা প্রদানে দড়্গতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা গত ২৫ জানুয়ারী ধামইরহাট পৌরসভা সম্মেলন কড়্গে অনুষ্ঠিত হয়। ধামইরহাট পৌরসভা ও এম এস ইউ রাজশাহী অঞ্চলের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় সকাল ১০ টায় উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন উদ্বোধন করেন। কর্মশালায় সভাপতিত্বে করেন পৌর মেয়র আমিনুর রহমান। স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালায় বক্তব্য উপস্থাপন করেন এলজিইডি’র রাজশাহী অঞ্চলের আর এম এস ইউ এর উপ-পরিচালক মোসত্মফা হাসান, টিম লিডার সোহরাব হোসেন, আর এস এস ইউ সহকারী পরিচালক মতিয়ার রহমান, কমিউনিটি মবিলাইজেশন ষ্পেশালিষ্ট নজরম্নল ইসলাম,মিউনিসিপ্যাল ফাইন্যান্স এন্ড একাউন্টিং স্পেশালিষ্ট আলতাফ হোসেন। আরও বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সহকারী প্রকৌশলী জিলস্নুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রমুখ। বক্তাগণ পৌরসভার মাধ্যমে সেবার মান বাড়িয়ে নাগরিক মূখী করতে আহবান জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …