22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : রোববার সন্ধায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। লাশটি উদ্ধারের পর জিআরপি থানায় রাখা হয়েছে। আগামীকাল সোমবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়না তদনেত্মর জন্য পাঠানো হবে। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইসুর রহমান জানান, উল্লাপাড়া-ঈশ্বরদী রেল সড়কের মহিষাকোলা নামক স’ানে সকালে ওই যুবকের দ্বি-খন্ডিত লাশ দেখে জিআরপি পুলিশকে খবর দেয়। যুবকটির পরনে কালো গেঞ্জি ও ফুলপ্যান্ট ছিল। এলাকাটি দুর্গম অঞ্চল হওয়ায় পুলিশ লাশটি সন্ধায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে জিআরপি থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …