আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
আজমিরীগঞ্জ-কাকাইলছেও রাস্তাটি দীর্ঘ এক বছরে পরিপূর্ণভাবে পাকা হয়নি। খানাখন্দে পরিণত রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই সব প্রকার যান চলাচলা দূরূহ হয়ে পড়ে। এজন্য উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য ভাটি অঞ্চল কাকাইলছেও ইউনিয়নের ৫৫টি গ্রাম,পাশ্ববর্তী উপজেলা ইটনা,মিঠামইনের হাজার হাজার যাতায়াতগামী মানুষকে প্রতিদিন চড়ম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে বিশেষ করে কাকাইলছেও ইউনিয়নের বিন্নাখালী,সৌলরী,নরজাকান্দা,সাহানগর,মামুদপুর,কালনী পাড়া এসব এলাকার দাখিল মাদ্রাসা ও হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা যাতায়াতের চড়ম দূর্ভোগ পোহাচ্ছে। সৌলরী থেকে কাকাইলছেও বাজার পর্যন- এখনও কাচাঁ রাস্তাই রয়ে গেছে। পাকা হয়নি দীর্ঘ ১বছরেও। জানা যায়,১৯৯৮ সালে উক্ত রাস্তা নির্মান কাজ শুরু হয়েছিল। আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য এড.আব্দুল মজিদ খান ঘোষিত রাস্তাটি পাকা হয়নি। এদিকে রাস্তাটি পাকা না হওয়ার কারনে কৃষিজীবি মানুষেরা বিশেস করে বর্গাচাষীরা সঠিক সময়ে কৃষি হাটবাজারে নিতে না পাড়ায় ক্ষতিগ্রস’ হচ্ছেন। রাস-টি দ্রুত পাকা করনের জন্য কোন উদ্যোগ নেই যথাযত কর্তৃপক্ষের। রাস্তাটি পাকা না হওয়ার কারনে উপজেলা সদরের সাথে ভাটি এলাকা উল্লেখিত গ্রামের এলাবাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। জনৈক ব্যাক্তি জানান,ওই রাস্তাটি সড়ক ও জদপদ বিভাগের। কাই প্রতিদিনের দূর্ভোগ জনপ্রতিনিধিরা দেখেও উন্নয়নের না দেখা মতই চলছেনা।
Home / সারাদেশ / সিলেট / দীর্ঘ একবছরে পাকা হয়নি আজমিরীগঞ্জ-কাকাইলছেও রাস্তাটি ॥ দূর্ভোগ পোহাচ্ছে ভাটি অঞ্চলের হাজারো মানুষ
আরও পড়ুন...
হবিগঞ্জে র্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দারের মৃত্যু
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মাহসড়কের হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর রেলগেটের কাছে সোমবার ভোর রাতে র্যাবের …