12 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ২৫ জানুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিলেট / বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ডাকাতি ॥ গ্রেফতার ২

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ডাকাতি ॥ গ্রেফতার ২

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-বানিয়াচং সড়কে শনিবার রাত ১১টার দিকে মাইক্রোবাসে ডাকাতি সংঘতি হয়েছে।ডাকাতরা যাত্রীদরে মারধর করে নগত ৩৫ হাজার টাকা ও মোবাইল পোন লুট করে। এ ঘটনায় পুলিশ আজিজুল হক (৩০) নামে এক যুবক ও মাইক্রোবাস চালক জাহের মিয়া (৩৫)কে আটক করেছে। আটককৃত জাহের মিয়া বানিয়াচং উপজেলা নন্দিপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।বানিয়াচং থানার ওসি নির্মেলেন্দু চক্রবর্তী দৈনিক যায়যায়দিনকে জানান,শনিবার রাত প্রায় ১২টায় হবিগঞ্জ শহর থেকে বানিয়াচংগামী একটি মাইক্রোবাস রত্নার কাছে পৌছলে ৮/১০ জনের মূখোশদারী ডাকাত দল গাড়িটি আটক করে লুটপাট চালায়। খরব পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস’ল গিয়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে মাইক্রোবাসচালককে আটক করে। পরে রাত ১টায় ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহ বানিয়াচং সদরে যাতুকর্নপাড়া গ্রাম থেকে আজিজুল হককে আটক করা হয়। ওসি আরও জানান,ডাকাত ধরতে বিভিন্ন স’ানে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...

হবিগঞ্জে র‌্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দারের মৃত্যু

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মাহসড়কের হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর রেলগেটের কাছে সোমবার ভোর রাতে র‌্যাবের …