সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে পাগল পুত্র তার পিতাকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাজিপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কাজিপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভূগছিলেন। তাকে বাড়িতে হাত-পা বাধা অবস’ায় রাখা হত। বৃহস্পতিবার তার পিতার বিশ্ব ইজতেমায় যাওয়ার কথা শুনে সে আরো ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে হাতের রশি ছিড়ে লাটি দিয়ে তার পিতা মহির উদ্দিনকে (৭০) এলোপাতারি মারপিট শুরু করে। পাগল পুত্রে লাটির আঘাতে পিতা মহির উদ্দিন ঘটনাস’লেই নিহত হয়। এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …