22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর সাপাহারে রিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর সাপাহারে রিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এনবিএন ডেক্সঃ গত বৃহস্পতিবার বিকেলে বে- সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক নওগাঁর সাপাহার উপজেলার রসুলপুর শাখার উদ্যোগে এলাকার অর্ধশত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মধইল বাজারে অবসি’ত সংস’ার রসুলপুর শাখা কার্যালয়ে আয়োজিত সমাবেশে শাখা ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সভাপতিত্ব করেন। জোনাল ম্যানেজার আল মনসুর রহমান সুইট এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। অন্যান্যের মধ্যে আইহাই ইউপি চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান মাষ্টার, সংস্থার টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মানিক চন্দ্র রায়, এরিয়া ম্যনেজার আব্দুল আলিম, ব্যবস্থাপক হারুনুর রশিদ, সংবাদিক মোঃ মতিউর রহমান, সমাজসেবী ডাঃ দাউদ শেখ প্রমুখ এতে উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …