আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়সহ আশপাশের গ্রামাঞ্চল এলাকায় মাদকদ্রব্য ছেয়ে গেছে। এর পাশাপাশি গাঁজাখোররা থেমে নেই। হাত বাড়ালেই অবাধে পাওয়া যাচ্ছে ইনডিয়ান মদ,গাজা ও বিভিন্ন রকমের ট্যাবলেট ও ইনজেকশন। সুনামগঞ্জের শাল্লা,কিশোরগঞ্জের ইটনা থেকে আজমিরীগঞ্জে পাচার হচ্ছে নেশা জাতীয় মাদকদ্রব্য। বিভিন্ন সময় পুলিশের অভিযানে মাদকাসক্তদের ও মাদক ও গাজা ব্যবসায়ীদের গ্রেফতার করা হলেও জামিনে মুক্তি পেয়ে সেই অপরাধ জগতে প্রবেশ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো আজমিরীগঞ্জসহ আশপাশের এলাকামিলে শিশূ থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ মাদকের প্রতি আসক্ত। এদের নেশা ছাড়া কোন গতি নেই। নেশার টাকা জোগান দিতে এরা বিভিন্ন অপরাধের পথ বেছে নিচ্ছে। পরিবার থেকেও এরা বিচ্ছিন্ন। আসক্তদের অধিকাংশই যুবক,ছাত্র শ্রমিক শ্রেণীর। সূত্র জানায়, আজমিরীগঞ্জ ভাটি এলাকা নিরাপদ হিসাবে এরা বেছে নিয়েছে। মাদকদ্রব্য অবাধ বাণিজ্যে আজমিরীগঞ্জে মাদকা সক্তদের সংখ্যা দিন দিন বেড়েই ছলছে। মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে আইনশৃংখলা পরিসি’তিরও শামাল দিতে ব্যাঘাত ঘটছে। চুরি,ডাকতি,রাহাজানি,ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। সুষ্ঠ যোগাযোগের কারনে পুলিশ আইনশৃংখলা রক্ষায় হিমশিম খেতে হয়। চুরি,ডাকতি,রাহাজানি,ছিনতাইয়ের ঘটনা ছাড়াও মাদকাসক্তদের কারনে অনেকেই ভয়ানক সন্ত্রাসী হয়ে উঠছে। সংঘবদ্ধ মাদকাসক্তরা প্রভাবশালীদের আশ্রয় পশ্রয়ে মাদকাসক্তরা বেপোয়ার হয়ে উঠে। পুলিম সূত্র জানায়,পুলিশের অভিযানে অনেক ফেনসিডিল,মদ,গাজা ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে এবং কয়েক মণ গাজা ও মদসহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন...
হবিগঞ্জে র্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দারের মৃত্যু
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মাহসড়কের হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর রেলগেটের কাছে সোমবার ভোর রাতে র্যাবের …