22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের ঝাঐলে বাস পোড়ানোর মামলায় বিএনপি’র ১২২ নেতাকর্মীর জামিন

সিরাজগঞ্জের ঝাঐলে বাস পোড়ানোর মামলায় বিএনপি’র ১২২ নেতাকর্মীর জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজের সন্নিকটে একটি বাস (কোচ) পোড়ানোর মামলায় আসামী হিসেবে অনর্-ভুক্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ১২২ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জের দ্রুতবিচার আইন আদালতে উপসি’ত হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জোয়ার্দ্দার আমিরুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে এই আসামীরা উচ্চ আদালত থেকে ২ মাসের আগাম জামিন নিয়েছিল। মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভার ব্রীজের কাছে একটি যাত্রীবাহী শ্যামলী কোচে অগ্নিসংযোগের ঘটনায় কামারখন্দ থানার এসআই ওহিদুল ইসলাম বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় দ্রুত বিচার আইনে জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানার বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির বহিস্কৃত যুগ্মসম্পাদক মুন্সি কামালউদ্দিন, সাইদুর রহমান বাচ্চু, সহসাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট লিখিত ৭৯ জনসহ অজ্ঞাত নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ১২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …