21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিলেট / আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের ইট লুট

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের ইট লুট

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: আজমিরীগঞ্জ-বানিয়াচঙ্গে ভায়া শিবপাশা সড়কের সরকারী ইট লুটপাট চলছে দেদারছে। উপজেলার শিবপাশা থেকে বিরাট পর্যন্ত ৪কিলোমিটার এলাকা জুরে সলিংয়ের ইট দূর্বৃত্তরা রাতের আধাঁরে চুরি করে নিয়ে যাচ্ছে। এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রতার নজরদারী নেই। স্থানীয়রা জানান,গত জারদলীয় জোট সরকারের আমলে এলজিইডি বিভাগ শিবপাশা থেকে বিরাট পর্যন্ত ৪কিলোমিটার সড়ক ইট সলিংয়ের কাজ করে। বর্ষার ঢেউয়ের আঘাতে সলিংয়ের ইটগুলো ওঠে যায়। ইট ওঠে যাওয়ার কারেন বর্তমানে যানবাহন যাতায়া্‌ত ব্যাহত হচ্ছে। অবাধে যাতায়াতে রজন্য ছড়িয়ে-ছিটিয়ি থাকা ইট তুলে সড়কের পাশে জমা রাখে যানবাহন চালকরা। রাস্তার পাশে জমাকৃত ইটগুলো দূর্বৃত্তরা চুরি করে নিয়ে যায় প্রতিনিয়ত। সরজমিনে দেখা যায়,ওই সড়কের এক অংশে চলছে পাকার কাজ। শিবপাশা থেকে বিরাট পর্যন্ত ইটগুলো রাস্তার পাশে জমা রাখা হয়েছে। আর ওই জমা ইট লুটপাঠ হচ্ছে। সরকারী ইটগুলো উদ্ধারের কোন চেষ্টা হচ্ছে না বলে স্থানীয়রা জানান। শিবপাশা বাজার ব্যবসায়ী নাছির উদ্দিন দৈনিক সিলেট ডট কমকে জানান,বানিয়াচং-শিবপাশা পর্যন্ত সড়ক নির্মানের অর্থ বরাদ্ধ দেয়া হলেও শিবপাশা বিরাট পর্যন- কোন বরাদ্ধ না থাকায় কাজ হচ্ছে না। এব্যপারে উপজেলা এলজিইডি অফিস কর্তৃক জানা যায়, ইট উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন...

হবিগঞ্জে র‌্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দারের মৃত্যু

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মাহসড়কের হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর রেলগেটের কাছে সোমবার ভোর রাতে র‌্যাবের …