21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জ পৌরসভার টি.আর প্রকল্পে হরিলুট প্রমানিত হওয়ায় ৩ প্রকল্পের সভাপতির দ্বিগুন জরিমানা আদায়ের নির্দেশ

সিরাজগঞ্জ পৌরসভার টি.আর প্রকল্পে হরিলুট প্রমানিত হওয়ায় ৩ প্রকল্পের সভাপতির দ্বিগুন জরিমানা আদায়ের নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভার টি.আর প্রকল্পে হরিলুট প্রমানিত হওয়ায় ৩ প্রকল্প বাস-বায়ন কমিটির সভাপতিকে জরিমানা করা হয়েছে। প্রকল্পে হরিলুট এবং ভূয়া কমিটি ও প্রকল্প দেখিয়ে অবৈধভাবে প্রকল্পের গম আত্বসাৎ করার অপরাধে সরকারী কোষাগারে দ্বিগুন মূল্য জমা দানের আদেশ দিয়েছেন ত্রান ও পুনর্বাসন অধিদফতরের উপ-পরিচালক আ.ফ.ম. মহিতুল ইসলাম। জরিমানা প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস’ রেনেসাঁ ক্লাব উন্নয়ন প্রকল্প বাস-বায়ন কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক জিপ্পু, নয়ন মোড় টাওয়ারের নীচে ঈদগাহ মাঠ উন্নয়ন প্রকল্পের সভাপতি অ্যাড শাহ আলম ও মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর মা-বাবার কবরস’ানে মাটি ভরাট প্রকল্পের সভাপতি পৌর কাউন্সিলর মোঃ গোলাম কিবরিয়া। অধিদফতর ও জেলা প্রশাসকের আদেশে নির্দেশিত হয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন অভিযুক্ত ওই তিন প্রকল্প সভাপতিকে অব্যায়িত/ আত্বসাৎকৃত গমের দ্বিগুণ মূল্য ফেরতের জন্য ৩১ ডিসেম্বর পর্যন- সময় নির্ধারন করে দেন। সদর উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা দীলিপ কুমার বিশ্বাস জানান, বুধবার পর্যন- টেজারী চালানের মাধ্যমে রেনেসাঁ ক্লাব উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল মালেক জিপ্পু অব্যায়িত/আত্বসাৎকৃত ২ টন গমের জন্য দ্বিগুন ৮৭ হাজার ৪৮ টাকার স’লে ৪৩ হাজার ৫’শ ২৪ টাকা, নয়ন মোড় ঈদগাহ মাঠ উন্নয়ন প্রকল্পের অ্যাড শাহ আলম ৪ টন গমের জন্য দ্বিগুন ১ লক্ষ ৭৪ হাজার ৯৬ টাকার স’লে ৮৭ হাজার ৪৮ টাকা এবং ভাসানীর মা-বাবার কবরস’ানে মাটি ভরাট প্রকল্পের সভাপতি  কিবরিয়া দ্বিগুন ৪৩ হাজার ৫’শ ২৪ টাকার পরিবর্তে ২১ হাজার ৭’শ ৬২ টাকা পরিশোধ করেছেন। জরিমানার অর্ধেক টাকা এখনও বাকী রয়েছে। বাকী টাকা কখন পরিশোধ করবে, না-কি করবে না, তা এখনও জানায়নি তারা। উল্লেখ্য, গত জুলাই মাসে স’ানীয় একটি পত্রিকায় সিরাজগঞ্জ টি.আর.প্রকল্পে হরিলুট বিষয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ওই পেপার কাটিং সহ সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কস’ জনৈক আব্দুল আলিমের অভিযোগের প্রেক্ষিতে ত্রান ও পুনর্বাসন অধিদফতর এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পৃথক তদন- চাওয়া হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান পৌরসভার ১’শ ১৯ টি প্রকল্পের মধ্যে মাত্র ১০টি তদন- করে একটি প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর দাখিল করেন। ওই তদন- রিপোর্টের আলোকেই ত্রান ও পুর্নবাসন অধিদফতর থেকে পৌরসভার ওই তিন প্রকল্পের সভাপতিকে সরকারী কোষাগারে দ্বিগুন মুল্যের জরিমানা আদায়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …