6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / এস এস সি ও দাখিল পরীক্ষার পূর্বে ভাণ্ডারিয়ায় যাত্রা ও সার্কাস অভিভাবক মহল উৎবিগ্ন

এস এস সি ও দাখিল পরীক্ষার পূর্বে ভাণ্ডারিয়ায় যাত্রা ও সার্কাস অভিভাবক মহল উৎবিগ্ন

ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মাসব্যাপি যাত্রা ও সার্কাস গত মঙ্গল বার থেকে শুরু হয়েছে। এস এস সি ও দাখিল পরীক্ষার পূর্বে মাসব্যপি এ ধরণের সর্বনাশা বিনোদন মূলক অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীদের লেখাপড়ার  মারাত্মক ক্ষতি হওয়ার আশংকায় অভিভাবক মহল বেশ উৎবিগ্ন । অভিভাবক মহলের সাথে একাত্বতা ঘোষনা করে উৎবেগ প্রকাশ করেছেন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ সুশিল সমাজ ও ইসলামী মূল্যবোধে বিশ্যাসী মুসুল্লিরা। উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম এ ব্যপারে বলেন এ মুহুর্তে যারা এর উদ্যোগ নিয়েছেন এবং যারা অনুমতি দিয়েছেন  আমার মনে হয় তারা উভয়েই ভুল করেছেন। পরীক্ষার্থীদের মাঝে অবশ্যই এর খারাপ প্রভাব পরবেই। পরীক্ষার কারনে এটা জরুরী বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে এ যাত্রা ও সার্কাস বন্ধের দাবিতে ইতো মধ্যে ভাণ্ডারিয়া বন্দরে সচেতন নাগরিক সমাজ ও পরীক্ষার্থীদের অভিভাবকগণ বিক্ষোভ মিছিল করলেও কতৃপক্ষ এ ব্যপারে তাদের অবস’ান পরিবর্তন করেননি। উপরন’ জাতীসংঘ ঘোষিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার উপজেলা শাখার সভাপতি মোঃ সামজিদ মিয়ার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন সামজিদ মিয়া। উল্লেখ্য সামজিদ হোসেন মিয়ার নেতৃত্বে ভাণ্ডারিয়া বন্দরে যাত্রা সার্কাস বন্ধের দাবিতে কিছুদিন পূর্বে পর পর দুই দিন দুটি বিক্ষোভ মিছিল বের করা হলেও যথাযথ কতৃপক্ষ এস এস সি ও দাখিল পরীক্ষার্থীদের কথা কেউ গুরুত্বের সাথে বিবেচনা করেননি । এদিকে এ যাত্রা সার্কাসকে সামনে রেখে স্থানীও এক শ্রেণীর বখাটেরা বিভিন্ন অজুহাতে চাঁদাবাজী শুরু করেছে। এলাকার এক সাংবাদিক অনুষ্ঠাস’লে তার মটর সাইকেলটি রেখে অনুষ্ঠান পরিদর্ষনে যেতে চাইলে তার কাছে মটর সাইকেলটি রাখার জন্য ৫০ টাকা দাবী করেন চিহ্নিত বখাটে কালা বাবু ও তার সহযোগি মোঃ মজিবুর রহমান

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …