এনবিএন ডেক্সঃ বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে নওগাঁর রানীনগরে পালিত হয়েছে ছাত্রলীগের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১২ টায় রানীনগর দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের বিশাল র্যালি বের করা হয়। থানা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল ইসলামের নেতৃত্ব বের হওয়া র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, থানা যুবলীগের আহবায়ক আবুর হাসনাত খান হাসান, থানা ছাত্রলীগের সভঅপতি ফরহাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
পোরশা
নওগাঁর পোরশায় ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক পূর্ণভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা সদর নিতপুরে দলীয় কার্যালয়ের সামনে র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মুিজদ সরকার, আওয়ামীলীগের সেক্রেটারী মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ শাহ, ছাত্রলীগ নেতা মোসারফ ও মাহফুজ সহ স’ানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে ছাত্র লীগের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৪ জানুয়ারী উপজেলার পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি র্যালী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লী সভাপতি মোঃ দেলদার হোসেন। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান মোঃ জহুর্বল ইসলাম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দিবাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা শাহজাহান আলী কমল, যুবলীগ সভাপতি জিলৱুর রহমান, সম্পাদক জাবিদ হোসেন মৃদু, আ’লীগ নেতা আবু হানিফ, মাহফুজার রহমান মুকুল, নুর্বজ্জামান, পৌর কাউন্সিলর মুক্তাদির্বল হক মুক্তা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক সোহেল রানা, ছাত্র নেতা সেলিম মাহমুদ রাজু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবুবুর রহমান সাবু,সহ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তাগণ বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন এবং যুদ্ধাপরীদের দ্রুত বিচার দাবী করেন।
মহাদেবপুর
নওগাঁর মহাদেবপুরে ছাত্রলীগের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। এছাড়া জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি নিপুন বিশ্বাস রিপনের সভাপতিত্বে স’ানীয় ডাক বাংলো মাঠে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স’ানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আহম্মেদ, সহ সভাপতি মুনঞ্জুর্বল আলম মুঞ্জু, সাধারন সম্পাদক আহসান হাবীব ভোদন, যুগ্ন সম্পাদক গোলাম নূরানী আলাল, সাংগঠনিক সম্পাদক চেরাগপুর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন তরফদার, যুবলীগের সভাপতি বাবু আনছারি, সহ সভাপতি অনুকুল চন্দ্র সাহা বুদু, ছাত্রলীগের সহ সভাপতি কাওছার আহম্মেদ, সাধারন সম্পাদক মশিউর রহমান ফার্বক, ছাত্রনেতা তুষার, ফণী ভুষন, রাজু, রেইন, রাব্বানী, টগর প্রমুখ। এর আগে একটি বিশাল র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে রাজশাহী শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …