8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় ভুমিহীন সমাবেশ

নওগাঁয় ভুমিহীন সমাবেশ

এনবিএন ডেক্স: খাস জমি ভুমিহীন দের মাঝে বিতরনের দাবীতে নওগাঁয় ভুমিহীন সমাবেশ করেছে ভৃমিহীন সমবায় সমিতি । জেলার সরস্বতিপুর বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে সমাবেশে দাবী করা হয় জেলার খাস জমি অবৈধ দখল থেকে মুক্ত করে ভুমিহীনদের মাঝে বিতরন করার। ভুমিহীন সমিতির সভাপতি আ: জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভীম পুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, ব্রতীর প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল হারুন,সরস্বতিপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু,  সোহেল রানা, রেবেকা সরেন,পঞ্চানন বর্মন প্রমুখ । বক্তারা বলেন জেলায় ১২ শ বিঘা খাস সম্পত্তি প্রভাবশালীদের দখলে রয়েছে। এসব সম্পত্তি উদ্ধার করে ভুমিহীনদের মাঝে বিতরন করার জন্য সরকারের কাছে দাবী করেন ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …