এনবিএন ডেক্সঃ পৌষের শুরুতেই শুরু হওয়া প্রচন্ড ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা ও হীমেল হাওয়ার কবলে পড়ে নওগাঁর সীমান- সংলগ্ন সাপাহার উপজেলার জন জীবন সম্পুর্ন বিপর্যস- হয়ে পড়েছে । প্রচন্ড শীতের তীব্রতায় রবিবার দিবাগত রাতে উপজেলার গোয়ালা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে মোঃ আব্দুস সামাদ (৫৫) ও হবিবুর রহমান (৬৫) নামের দুই বৃদ্ধের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বর্তমান সময়ের প্রচন্ড শৈত প্রবাহের কারনে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চালে ইতোমধ্যে ছোট ছোট শিশু ও বৃদ্ধদের মাঝে শীতজনিত রোগ বেড়েই চলছে । প্রচন্ড শীতে এলাকার দরিদ্র ও ছিন্নমুল মানুষেরা দুর্ভোগ চরম আকার ধারন করছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …