এনবিএন ডেক্স:- নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামের ফাঁকা মাঠের একটি ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানান, শনিবার দুপুর ১২টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তারা গলাকাটা দ্বি-খন্ডিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। থানায় অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল বাকী জানান, এলাকাবাসির সংবাদে ঘটনাস’ল থেকে অজ্ঞাত ওই যুবকের দ্বি-খন্ডিত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরনে জিন্সের প্যান্ট, গায়ে কালো রঙের চেক ফুলশার্ট ও কালো চেক হাফ সোয়েটার ছিল। নিহতের গায়ের রঙ শ্যামলা। বয়স অনুমান ৩০-৩২ বছর। তার মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত দুস্কৃতিকারীরা ব্রীজের নিচে তাকে জবাই করে হত্যার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে লাশটি ফেলে রেখে যায়। পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান ঘটনাস’ল পরিদর্শন করেছেন। উদ্ধারের পর ময়না তদনে-র জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …