21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর আত্রাইয়ে কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষের বির্বদ্ধে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি  মূল্যবান গাছ সরকারী পরিপত্রকে উপেক্ষা করে মাত্র ১ লাখ ১২ হাজার টাকায় গোপনে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ২ লক্ষাধিক টাকার গাছ গোপনে মাত্র ১ লাখ ১২ হাজার টাকায় বিক্রির অভিযোগ এনে এ সংক্রান্ত একটি গনস্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। আত্রাইয়ের ইউএনও আব্দুস সোবহান ইতোমধ্যেই গাছগুলো কাটা বন্ধ বন্ধ করে দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদুল ইসলাম প্রতিষ্ঠানের ৬টি মেহগনি, ২টি কড়ই, ৩টি নারিকেল ও ১টি সুপারী গাছ ম্যানেজিং কমিটি এবং  বর্তমান প্রতিষ্ঠাতা সদস্যকে না জানিয়ে এবং সরকারী পরিপত্র উপেক্ষা করে প্রতিষ্ঠানের জুনিয়র শিক্ষক খায়র্বল আলম ও তার পার্টনার শাহিন আখতার শাহিনের কাছে ১ লাখ ১২ হাজার টাকায় গোপনে বিক্রি করেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের কেউ নয়, অথচ প্রতিবাদ করতে পারে এমন ২১ জনের সিন্ডিকেট তৈরী করে অধ্যক্ষ একাজটি করেছেন। ক্রেতা খায়র্বল আলমগং ইতোমধ্যেই গাছগুলো অপর এক ব্যক্তির কাছে ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করে  করে দেয়ার অভিযোগও রয়েছে এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সোবহান বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি। আপাতত গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস’া নেয়া হবে। এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম বলেন, সরকারী পরিপত্রের বিষয়টি আমার জানা ছিলনা। তবে কমিটির রেজুলেশন করে এলাকায় মাইকিং করে বিধি অনুযায়ী দরপত্র আহবানের মাধ্যমে গাছ বিক্রি করা হয়েছিল। যখন সরকারী পরিপত্রের বিষয়টি জানতে পেরেছি সাথে সাথে ওই বিক্রয় চুক্তি বাতিল করে জামানতের টাকাও ফেরত দেয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের একটি গাছও কাটা হয়নি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …