সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ব্যাটারি চালিত অটোবাইক, ভুটভুটি, সিএনজি চালিত অটোটেম্পো, কাটা মাইক্রো ও গাড়ী অনিয়মতান্ত্রিক অবৈধভাবে যত্রতত্র চলাচল বন্ধ করার বিষয়ে আরটিসি সিদ্ধান- বাস-বায়নের দাবিতে আজ মঙ্গলবার থেকে লাগাতার সকল বাস, রিক্সা ও ভ্যান ধর্মঘট কর্মসূচী পালন করছে জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়ন এবং রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারনে সকাল থেকে বাস স্টান্ড ও ঢাকার কাউন্টারগুলি থেকে কোন বাস ছেড়ে যায়নি। এ জন্য শহরের সাথে দেশের সকল সড়কের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের সকল রুটে রিক্সা চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছে শত শত মানুষ। ধর্মঘটের সমর্থনে সকালে আন্দোলনকারীরা একটি মিছিল বের করে। এ সময় বাজার স্টেশনে ২টি সিএনজি ভাংচুর হয় বলে সিএনজি মালিকরা অভিযোগ করেন।
জানা যায়, গত তিন বছরে আরটিসি একাধিকবার সিদ্ধান- নিয়েও তা বাস-বায়ন করতে পারেনি। এ বিষয়ে ৬ ডিসেম্বরে জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়ন এবং রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এক যৌথ আলোচনা সভার সিদ্ধান- অনুযায়ী আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আরটিসি’র সভার সিদ্ধান- বাস-বায়ন না হলে ১৩ ডিসেম্বর থেকে তাদের দাবী বাস-বায়ন না হওয়া পর্যন- প্রশাসনকে সিরাজগঞ্জে সকল বাস, রিক্সা ও ভ্যান ধর্মঘটের আল্টিমেটাম দেয়।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …