22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে কপির বাজারে ধস

নওগাঁর ধামইরহাটে কপির বাজারে ধস

নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কপির বাজারে দেখা দিয়েছে ব্যাপক ধস। মাঝারি সাইজের প্রতি হালি (৪টি) ফুলকপি বিক্রয় হচ্ছে আট থেকে দশ টাকায়। ফলে চাষীরা হতাশ হয়ে পড়েছে। উৎপাদন খরচ নিয়ে দেখা দিয়েছে শংশয়। রবিবার বিকেলে সরেজমিনে উপজেলার পৌর সদরের ধামইরহাট হাটে গিয়ে দেখা গেছে ফুলকপির ব্যাপক আমদানি। প্রতি হালি কপি সব্বোর্চ ১২টাকা হালিতে বিক্রয় হচ্ছে। কপির কম দামে চাষীরা হতাশা ব্যক্ত করলেও যেন মন ভরছে না ক্রেতাদের। বিক্রেতাদের সাথে চলছে তাদের দরকষাকষি। দাম অপ্রতাশ্যিত কম হওয়ায় ক্রেতারা দেদারছে ক্রয় করছেন কপি। হাট থেকে ফেরত আসার পথে প্রত্যেক ক্রেতার হাতে একাধিক কপি দেখা গেছে। কপির দাম কম হওয়া বিষয়ে কয়েকজন চাষীর সাথে কথা বললে তারা জানান, চলতি বছর আবহাওয়া কপি চাষের উপযোগি থাকায় তাদের ফসল নষ্ট হয়নি। এ কারণে কপির বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়ায় তারা কপি নিয়ে অনেক স্বপ্ন বুকে বেঁধেছিলেন। কিন’ বাজার দামের নিম্নগতির কারণে তাদের সেই স্বপ্নে পড়েছে ছেদ। এ অবস’ায় তাদের লোকসান গোনা ছাড়া আর কোন উপায় নেই বলেও তারা জানান। আগামীতে কপি চাষ করবেন কিনা সে নিয়েও তারা শংশয় ব্যক্ত করেছেন। ধামইরহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কপি চাষে কৃষকদের আগের চেয়ে আগ্রহ বেড়েছে অনেক বেশি। কিন’ দাম না থাকায় হতাশ কপি চাষি।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …