30 Boishakh 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ১৪ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় অগ্রনী ব্যাংকে ডাকাতির পর প্রহরীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

নওগাঁয় অগ্রনী ব্যাংকে ডাকাতির পর প্রহরীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে অগ্রনী ব্যাংক শাখায় শনিবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে ২ লাখ ৬৫ হাজার টাকা লুট হয়েছে বলে ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন । অগ্রনী ব্যাংক বোয়ালিয়া শাখার ব্যবস্থ্যপক আজিজুল ইসলাম জানান, রোববার সকালে ব্যাংকে এসে ব্যাংক ভবনের উত্তর পাশের একটি জানালা, টাকা রাখা ঘরের তালা (ভোল্ট) ও সিন্ধুকের তালা ভাঙ্গা দেখতে পেয়ে উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশকে দেয়া হয়। তিনি আরও জানান, ঘটনা জানাজানি হবার পর থেকে রাত্রীকালীন প্রহরি  রায়হান জামিল (৫০) কে খুজে পাওয়া যাচ্ছেনা। রায়হান সদর উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে প্রায় ২২ বছর যাবত ওই ব্যাংকে চাকুরিরত। নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ আফজাল ঘটনাস’ল পরিদর্শন করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। #

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …